রাজধানীতে বাসা থেকে মরদেহ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে জাহাঙ্গীর আলম (৪১) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে মরদেহটি উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সরোয়ার হোসেন প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

জাহাঙ্গীরের গ্রামের বাড়ি বগুড়ায়। তাঁর বড় ভাই মো. আলম প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীর বাবুর্চির কাজ করতেন। কোনো কোনো সময় বাবুর্চির কাজ শেষে নিরাপত্তারক্ষীর কাজও করতেন। দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে যাত্রাবাড়ী থানার দক্ষিণ সায়েদাবাদ এলাকায় বসবাস করে আসছিলেন তিনি।

পুলিশ কর্মকর্তা সরোয়ার হোসেন বলেন, দক্ষিণ সায়েদাবাদ এলাকার একটি বাসায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিবার বলেছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত ও ঘটনার তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।