শাহজালালে দেড় কেজি কোকেনসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
দেড় কেজি কোকেনসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম। জব্দ করা কোকেনের বাজারমূল্য ১১ কোটি টাকা।
শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত একটার পর মরক্কো থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট আসে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের যাত্রী ভারতীয় নাগরিকের কাছ থেকে দেড় কেজি কোকেন জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এই পরিদর্শক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কোকেনসহ গ্রেপ্তার ওই ভারতীয় নাগরিক আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।