পুনর্বাসনের দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ

নগর ভবনের সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা
ছবি: মোহাম্মদ মোস্তফা

উচ্ছেদের সাত মাস পরও পুনর্বাসন না করায় আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন ধলপুরের সিটি পল্লি এলাকার বাসিন্দারা। এ সময় বিক্ষোভকারীরা মেয়রের সঙ্গে দেখা করতে চাইলে তাঁদের নগর ভবনে প্রবেশে বাধা দেওয়া হয়। একপর্যায়ে পুলিশ এনে বিক্ষোভকারীদের নিবৃত্ত করা হয়। পরে আগামী বৃহস্পতিবার মেয়রের সাক্ষাৎ দেবেন—এই আশ্বাস দেওয়া হলে তারা সেখান থেকে চলে যান।

বিক্ষোভকারী দলের নেতা আলী হোসেন প্রথম আলোকে বলেন, ধলপুরের যে জায়গায় তাঁরা ৩৩ বছর ধরে বসবাস করে আসছিলেন, সেই জায়গায় গত ৩ ফেব্রুয়ারি উচ্ছেদ অভিযান চালিয়ে বাড়িঘর ভেঙে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। তখন কর্মকর্তারা বলেছিলেন, দুই থেকে তিন মাসের মধ্যে তাঁদের পুনর্বাসন করা হবে; কিন্তু সাত মাসের বেশি সময় পার হলেও তাদের পুনর্বাসন করা হয়নি।

এই পল্লির বাসিন্দারা টোকাই, দিনমজুর ও ভিক্ষা করে চলেন জানিয়ে সিটি পল্লি পুনর্বাসন রক্ষা কমিটির সভাপতি আলী হোসেন বলেন, ১৯৯০ সালে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ তাঁদের কমলাপুরের টিটিপাড়া থেকে এনে ধলপুরে পুনর্বাসন করেছিলেন। বিশ্বব্যাংকের অর্থায়নে সেখানে তাঁদের ঘরও বানিয়ে দেওয়া হয়েছিল। সেখানে বসবাসরত ২৩০টি পরিবারকে তখন বরাদ্দপত্রও দেওয়া হয়; কিন্তু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তাঁদের উচ্ছেদ করে দিয়েছে। এখন তাঁদের কেউ ফুটপাতে, কেউ উড়ালসড়কের নিচে, যে যেখানে পারছেন মানবেতর জীবনযাপন করছেন।

সরেজমিনে দেখা যায়, বিকেল পৌনে পাঁচটার দিকে মিছিল নিয়ে ক্ষুব্ধ লোকজন নগর ভবনের সামনে আসেন। এ সময় তাঁরা ‘বাঁচার মতো বাঁচতে চাই, পুনর্বাসন ফেরত চাই’, ‘৪৯ ওয়ার্ডে জন্ম আমাদের, ৪৯ ওয়ার্ডেই থাকতে চাই’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে, মানবে হবে,’—এমন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তাঁরা মেয়রের সঙ্গে দেখা করতে নগর ভবনের ভেতরে প্রবেশ করলে করপোরেশনের নিরাপত্তাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে পুলিশ এনে তাঁদের সরিয়ে দিলে তাঁরা নগর ভবনের সামনের রাস্তার পাশে অবস্থান নেন। সেখানে দাঁড়িয়েই স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। এ সময় জোছনা বেগম নামের এক নারী বলেন, প্রয়োজনে তাঁদের জীবন যাবে, এরপরও তাঁরা মেয়রের সঙ্গে সাক্ষাৎ না করে ফিরে যাবেন না।  আগামী বৃহস্পতিবার মেয়র তাঁদের সঙ্গে সাক্ষাৎ করবেন, এমন আশ্বাস দেওয়া হলে তাঁরা ফিরে যান।

ধলপুরে উচ্ছেদ অভিযান চালিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান। আজ তিনি প্রথম আলোকে বলেন, বিক্ষোভকারীরা মেয়রের সঙ্গে যখন সাক্ষাৎ করবেন তখন তিনি সেখানে থাকবেন। কীভাবে সমাধান করা যায়, এ বিষয় নিয়ে তখন আলোচনা করবেন।