গুলশানে বহুতল ভবন থেকে অগ্নিদগ্ধ তিনজনকে উদ্ধার

আগুনে আহত এক নারীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে
ছবি: সাজিদ হোসেন

গুলশানে আগুন লাগা বহুতল ভবন থেকে অগ্নিদগ্ধ তিনজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই তিনজনসহ মোট চারজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সাংবাদিকদের বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত ভবনের ভেতরে আটকে পড়া আর কাউকে পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে একজন মারা গেছেন বলে তিনি শুনেছেন।

আগুন লাগার পর ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়
ছবি: সাজিদ হোসেন

রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, আগুন লাগার ঘটনায় একজন নিহত হয়েছেন। ওই ভবনের সাততলা থেকে লাফিয়ে পড়লে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন

এদিকে আগুনের ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার তথ্য নিশ্চিত করেছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। লাশটি ময়নাতদন্তের জন্য মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

এর আগে সন্ধ্যা সাতটার দিকে ১২তলা ওই ভবনে আগুন লাগে। এরপর ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পাশাপাশি ভবনটি থেকে বাসিন্দাদের উদ্ধারের কাজও চলতে থাকে।

আরও পড়ুন