রাজধানীতে বিদ্যুৎ–চালিত স্কুলবাস চালু করা হবে: আতিকুল

রাজধানীর একটি হোটেলে বিজিসিসিআইয়ের আলোচনা সভায় বক্তব্য দেন মেয়র আতিকুল ইসলাম
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, জ্বালানি সাশ্রয়ের জন্য রাজধানীতে পরিবেশবান্ধব বিদ্যুৎ–চালিত স্কুলবাস চালুর কাজ শুরু হয়েছে। যানজট কমাতে স্কুলবাস চালু করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।  

আজ সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিজিসিসিআই) এক আলোচনা সভায় আতিকুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, ঢাকা শহরের স্কুলগুলোতে, বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে শত শত গাড়ি। একজন শিক্ষার্থীর জন্য একটি গাড়ি ব্যবহার করা হয়। পরিবেশ রক্ষায় ও যানজট কমাতে স্কুলবাস চালু করতে হবে। এর ফলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমে যাবে।

আতিকুল ইসলাম বলেন, ‘আমি ইতিমধ্যে কয়েকটি স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তাঁরা এ বিষয়ে একমত পোষণ করেছেন। শিক্ষার্থীরা সবাই মিলে স্কুল বাসে যাওয়া–আসা করলে আনন্দ পাবে। এতে সবার মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। আমরা জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে পরিবেশবান্ধব বৈদ্যুতিক স্কুলবাস চালু করার জন্যও কাজ শুরু করেছি।’

বিজিসিসিআইয়ের সহসভাপতি সিভাস্টিয়ান গ্রোর সঞ্চালনায় অনুষ্ঠানে জলবায়ুবিজ্ঞানী ও গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক সালিমুল হক, বিজিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি তরুণ পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।