ঢাবির হলে দেওয়া নষ্ট পোলাও-রোস্ট রাস্তায় ফেললেন শিক্ষার্থীরা  

আবাসিক শিক্ষকদের যাতায়াতের রাস্তায়  নষ্ট খাবার ফেলে দিয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল প্রশাসনের পক্ষ থেকে দেওয়া ‘শুভেচ্ছা ভোজের’ খাবার নষ্ট হওয়ায় প্রতিবাদ জানিয়েছেন হলের শিক্ষার্থীরা। আবাসিক শিক্ষকদের চলাচলের সড়কে নষ্ট খাবার ফেলে দিয়েছেন তাঁরা।

নষ্ট খাবার বিতরণের ঘটনায় দুঃখ প্রকাশ করে হলটির প্রাধ্যক্ষ বলেছেন, শিগগিরই শিক্ষার্থীদের জন্য আবারও খাবারের ব্যবস্থা করবেন।

বিজয় একাত্তর হল ট্রাস্ট ফান্ডের প্রভোস্ট গোল্ড মেডেল, প্রভোস্ট অ্যাওয়ার্ড ও বৃত্তি দেওয়ার অনুষ্ঠান উপলক্ষে গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে বাটিতে করে খাবার বিতরণ করে প্রশাসন। বাটিতে ছিল পোলাও, মুরগির রোস্ট ও ডিম। কিন্তু বাটি খোলার পর খাবারে দুর্গন্ধ পেয়ে হলের দক্ষিণ পাশের বারান্দা দিয়ে আবাসিক শিক্ষকদের কোয়ার্টারে যাওয়ার রাস্তায় খাবারের বাটি ফেলে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। রাস্তাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে খাবার। এ সময় শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগানও দেন।

বিজয় একাত্তর হলের একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে বলেছেন, বাটি খোলার পরই খাবারে দুর্গন্ধ পাওয়া যায়। রোস্ট ও পোলাও—দুটোই খাওয়ার অনুপযোগী হয়ে পড়েছিল। বিতরণের অনেক আগেই রান্না করায় খাবারগুলো নষ্ট হয়ে গেছে। ঠিক সময়ে রান্না ও ঠিকঠাক ব্যবস্থাপনা হলে এ সমস্যা হতো না।

এ ক্ষেত্রে হল প্রশাসনের গাফিলতি ছিল। সে কারণেই শিক্ষার্থীরা শিক্ষকদের চলাচলের সড়কে খাবার ফেলে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন।

এদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ আবদুল বাছির বলেছেন, ‘শিক্ষার্থীদের মধ্যে খাবার দেওয়ার দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল, তার অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে। এটি খুবই দুঃখজনক শিগগিরই আমরা শিক্ষার্থীদের মধ্যে পুনরায় খাবার বিতরণ করার উদ্যোগ নেব।’