মুক্তিযুদ্ধকে ছোট করে কোনো রাজনীতি কখনোই সফল হবে না: রিজভী
জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের একটি প্রকাশনায় (ছাত্র সংবাদ) মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা হয়েছে উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মুক্তিযুদ্ধকে ছোট করে, কটাক্ষ করে আপনারা যদি এই দেশে রাজনীতি করতে চান, সেই রাজনীতি কখনোই সফল হবে না।’
বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় রুহুল কবির রিজভী এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এ সভার আয়োজন করে।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা নানা ধরনের কথাবার্তা দেখছি। মুক্তিযুদ্ধের বিকল্প তৈরি করা হচ্ছে ৫ আগস্টকে। এটা মানুষ মেনে নেবে না। ৫ আগস্ট একটা দুনিয়া কাঁপানো গণ-অভ্যুত্থান। এর বার্তা, রূপ ও বৈশিষ্ট্য এক ধরনের। আর একাত্তরের মুক্তিযুদ্ধ আরও বড় ক্যানভাসের— ৩০ লাখ মানুষের আত্মদান। ওটাকে ছোট করে এটাকে বড় করলে লাভ হবে না। এটা মানুষ ভালোভাবে নেবে না।’
রুহুল কবির রিজভী বলেন, ‘বিশেষ করে আন্দোলনে অংশ নেওয়া তরুণ-কিশোর-যুবকদের কেউ কেউ এই সুরটা তুলছে। এটা কিন্তু খুবই গর্হিত একটি বিষয়, এটা হতে পারে না।’
এ সময় গোষ্ঠীতন্ত্র টেকে না মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘নিজে, নিজের বাপ-মা, ভাই-বোন— সব হচ্ছে একটি জাতির কীর্তিমান সন্তান আর সবাই বাজে এবং তাঁদের তুচ্ছতাচ্ছিল্য ও অপমানের শিকার। এটা কোনো রাষ্ট্র ছিল না। গোষ্ঠীতন্ত্র ও জমিদারতন্ত্রের নিকৃষ্ট উদাহরণ ছিল শেখ হাসিনার শাসন।’
আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, ‘এখন শুনি উনি (শেখ হাসিনা) নাকি একটি দেশ থেকে বাংলাদেশে কর্মসূচিও ঘোষণা করেন, কত কিছু করেন। আর জেলখানায় যে কজন ধরা পড়েছেন, তাঁদের মধ্যে এক দরবেশ আছেন। উনি ঝাড়-ফুঁক দিচ্ছেন যে, এতো শ্রমিক নেমে যাবে, নেমে গেলেই তো হয়।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমি জানি না তাঁদের আইনি প্রক্রিয়া কীভাবে চলছে এবং সেখান থেকে বেরিয়ে এসে কীভাবে কথা বলতে পারেন। নিশ্চয়ই তাঁদের কারাগারের মধ্যে এমন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে, তাঁরা সেটা ব্যবহার করে অত্যন্ত স্বতঃস্ফূর্ত আছেন।’
এ সময় চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলছে। এমন সংস্কার আনা হোক, যাতে আর কখনোই কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে।’ সংস্কারের জন্য খুব বেশি পরিশ্রম ও সময় দীর্ঘায়িত করার কোনো মানে নেই বলেও মন্তব্য করেন তিনি।