নিখোঁজ মাকে ফিরে পাওয়ার দাবিতে মরিয়াম মান্নান মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন
ছবি: সাজিদ হোসেন

১৫ দিন ধরে মরিয়াম মান্নানসহ ছয় ভাইবোন তাঁদের মা রহিমা বেগমকে খুঁজছেন। গত ২৭ আগস্ট রাত ১০টার দিকে খুলনায় নিজের বাসার টিউবওয়েল থেকে পানি আনতে যান রহিমা বেগম। এর পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছে না। এখন রহিমাকে ফিরে পাওয়ার দাবিতে আজ শনিবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে পরিবারটি।

মানববন্ধনে মরিয়াম বলেন, তাঁরা ভাইবোনেরা আর কিছু চান না, শুধু তাঁদের মাকে ফেরত চান।

রহিমা বেগম নিখোঁজ হওয়ার পর ছেলে মিরাজ আল সাদী বাদী হয়ে খুলনার দৌলতপুর থানায় মামলা করেছেন ২৮ আগস্ট। ২৯ আগস্ট র‍্যাব-৬-এর অফিসে পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। খুলনায় মানববন্ধনসহ বিভিন্ন আয়োজনের পাশাপাশি রহিমা বেগমের ছেলেমেয়েরা ১০ হাজার পোস্টার এলাকায় লাগিয়েছেন মাকে খুঁজে পেতে।

আজ মরিয়াম মান্নান প্রথম আলোকে বলেন, ‘বাবা মারা যাওয়ার পর মা আবার বিয়ে করেছেন। মা খুলনার বাড়িতে একাই থাকতেন। ঘটনার দিন মায়ের স্বামী বাড়িতে ছিলেন। মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এ কথা তিনিই আমাদের ফোন করে জানান। অনেকে বলতে চাচ্ছেন মাকে কেউ অপহরণ করেনি, মা নিজেই আত্মগোপন করে আছেন। যদি তা-ই হয়, তবু আমরা চাই মাকে ধরে এনে দেখাক যে মা আত্মগোপনে ছিলেন। আমরা শুধু এখন আমাদের মাকে ফেরত চাই। একজন মানুষ তো আর এমনি এমনি গায়েব হয়ে যেতে পারেন না।’

রাজধানীতে একটি কলেজে অনার্সপড়ুয়া মরিয়াম মান্নান বলেন, ‘খুলনার বাড়িটি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে অনেক দিন ধরে ঝামেলা চলছে। মা বাদী হয়ে মামলা করেছেন। মামলার পর আসামিরা হামলা করলে মা আরেকটি মামলা করেছেন। এসব কারণে উত্তেজনা চলছিল। মায়ের এবার নিখোঁজ হওয়ার পর মামলা করলে পুলিশের পক্ষ থেকে সন্দেহভাজন কয়েকজনকে ধরেছে। কোর্টে চালান করেছে। কিন্তু আমরা সবার আগে মাকে ফেরত চাই। আমরা এখনো জানি না মা কোথায় আছেন, কেমন আছেন।’

কোনো নারী ভিকটিম হলে সমাজের বিভিন্ন স্তর থেকে যে ধরনের বাজে মন্তব্য শুনতে হয়, রহিমা বেগমের বেলায়ও তা-ই ঘটেছে। মরিয়াম মান্নান বলেন, ‘অনেকেই আমাদের মানসিকভাবে হেনস্তা করার জন্য বলছেন, ঘটনার দিন নাকি মা হাতে মেহেদি দিয়েছিলেন। মাকে অপহরণ করা হয়েছে, এমন কোনো আলামতও নাকি পাওয়া যায়নি। অথচ কলপাড়ে মায়ের স্যান্ডেল ও ওড়না পড়ে ছিল। আর মা যদি দ্বিতীয় বিয়ে করেন বা হাতে মেহেদি দেন, তাতে তো কারও বলার কিছু নেই। আমরাও বলছি, যদি মা আত্মগোপন করে সবাইকে হয়রানি করে থাকেন, তাহলে তাঁকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক। কারাগারে ঢোকানো হোক। কিন্তু একজন মানুষ তো এভাবে উধাও হয়ে যেতে পারেন না।’

মরিয়াম মান্নান বলেন, ‘আমরা যেকোনো মূল্যে আমাদের মাকে খুঁজে পেতে চাই। সরকার এবং প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ, মাকে আমাদের কাছে ফিরিয়ে দিন। মাকে ছাড়া আমরা ঘুমাতে পারছি না।’

মরিয়াম মান্নান বেসরকারি সংস্থা নারীপক্ষের সদস্য। আজকের মানববন্ধনে নারীপক্ষের সদস্যরাও উপস্থিত ছিলেন।