তিন বছর আগের নাশকতার মামলায় আদালতে হাজিরা দিলেন মির্জা ফখরুল

ঢাকার আদালতে আজ বৃহস্পতিবার হাজিরা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: দীপু মালাকার

তিন বছর আগের নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে হাজিরা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট (এসিএমএম) আদালতে হাজির হন মির্জা ফখরুল। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন তাঁর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

সকাল আটটার পর মির্জা ফখরুল আদালত চত্বরে আসেন। পরে তিনি আদালতে হাজির হন। সকাল সাড়ে ১০টার দিকে আদালতে হাজিরা দিয়ে চলে যান তিনি।

আরও পড়ুন

আইনজীবীরা জানান, নাশকতার অভিযোগে ২০১৯ সালের ডিসেম্বরে রাজধানীর শাহবাগ থানায় পৃথক দুটি মামলা হয়। এই দুই মামলার আসামি মির্জা ফখরুল। মামলা দুটি তদন্তের পর্যায়ে রয়েছে।

আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেনসহ দলটির অনেক নেতার বিরুদ্ধে থাকা মামলায় শুনানির দিন ধার্য আজ। তাঁরা এসব মামলায় আজ আদালতে হাজিরা দেন।

আজ সকাল থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

আরও পড়ুন

গতকাল বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন নিহত হন। আহত হন বিএনপির অর্ধশত নেতা-কর্মী।

সংঘর্ষের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দলের কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, খায়রুল কবির, শহীদ উদ্দীন চৌধুরী, শিমুল বিশ্বাস ও ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়াসহ কয়েক শ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানিয়েছেন, অভিযানে ৩০০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন