দেশে শান্তির সুবাতাস বইছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পুলিশ দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। ফলে দেশে শান্তির সুবাতাস বইছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ এখন পুলিশকে তাঁদের আশ্রয়স্থল মনে করেন। পুলিশ আজ বঙ্গবন্ধুর ‘জনগণের পুলিশ’ হওয়ার প্রমাণ রাখতে সক্ষম হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট পুলিশিং। দেশের জনগণকে স্মার্ট পুলিশিং উপহার দেওয়ার জন্য অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, জনগণকে দ্রুততম সময়ে সেবা দিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা নিরলস কাজ করে থাকেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ পুলিশকে একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করতে অ্যাসোসিয়েশনের সদস্যরা নিরন্তর চেষ্টা অব্যাহত রাখবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ও অভিষেক উদ্‌যাপন কমিটির সদস্যসচিব বিল্পব কুমার সরকার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি ও অভিষেক উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মো. মাহাবুবর রহমান, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

গত ২ মার্চ রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে অ্যাসোসিয়েশনের ১৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।