খিলগাঁওয়ে অটোরিকশাচালকের অস্বাভাবিক মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় নির্মাণাধীন একটি ভবনে মো. মমিন (১৯) নামের একজন অটোরিকশাচালকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে পুলিশ ওই ভবনের সপ্তম তলায় লিনটেনের (জানালার ওপরে কংক্রিটের অংশ) সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় মমিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও মমিনের পারিবারিক সূত্র জানায়, মমিন সপরিবার সিপাহীবাগে একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন।

খিলগাঁও থানার এসআই আবদুর রহিম প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বেলা পৌনে ১১টার দিকে খিলগাঁও থানা–পুলিশ ভবনটিতে যায়। পরে সপ্তম তলায় গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখে। দ্রুত তাঁকে নামিয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তবে চিকিৎসক মমিনকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাবার সঙ্গে তর্কাতর্কির জেরে আত্মহত্যা করেছেন তিনি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মমিনের পাশের ফ্ল্যাটে থাকেন ভবনের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলী। ঢাকা মেডিকেলের মর্গে প্রথম আলোকে তিনি বলেন, ভবনটির চারতলার ওপর থেকে আটতলা পর্যন্ত নির্মাণাধীন। ভোরে মমিন তাঁর বাসায় ঢুকে পড়েন। বিষয়টি তাঁর বাবাকে জানালে তিনি ছেলেকে বকুনি দেন। পরে মমিন গলায় ফাঁস দেন।