ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ছেলের পর বাবারও মৃত্যু

গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণপ্রতীকী ছবি

রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডারে রান্না করতে গিয়ে আগুনে দগ্ধ ছেলের মৃত্যুর পর বাবাও মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. হালিম শেখের (৫০) মৃত্যু হয়।

হালিম শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি প্রথম আলোকে বলেন, হালিমের শরীরের ৩৩ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে গত বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হালিম শেখের ছেলে হানিফ শেখ (২৪)। তাঁর শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত বুধবার রাতে ভাটারা থানার পূর্ব নুরের চালা এলাকায় একটি টিনশেড বাসায় গ্যাস সিলিন্ডারে রান্নার সময় দুর্ঘটনা ঘটে। সেদিন সন্ধ্যায় হানিফ শেখ রান্নাঘরে ডিম ভাজতে যান। এ সময় গ্যাসের সিলিন্ডার থেকে হঠাৎ তাঁর লুঙ্গিতে আগুন ধরে যায়। তাঁর বাবা, মা শিউলি বেগম (৪৫) ও খালা রহিমা বেগম (৫০) তাঁকে বাঁচাতে গেলে তাঁরাও দগ্ধ হন।

আরও পড়ুন

দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে হালিম শেখ ও তাঁর ছেলে হানিফ শেখকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাকি দুজন শিউলি বেগম ও রহিমা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।