মিরনজিল্লার জমি হরিজনদের নামে দলিল করে দেওয়ার দাবি
রাজধানীর মিরনজিল্লা কলোনির জমি হরিজন সম্প্রদায়ের নামে দলিল করে দেওয়ার দাবি জানিয়েছেন কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। আজ বুধবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তাঁরা এ দাবি জানান।
পুরান ঢাকার আগা সাদেক রোডের পাশে মিরনজিল্লা সিটি কলোনি উচ্ছেদ করে মার্কেট নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে মিরনজিল্লা হরিজন সিটি কলোনি ভূমি রক্ষা আন্দোলন। এ কর্মসূচিতে সংহতি জানিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। তাঁরা বলেন, মিরনজিল্লা হরিজন সিটি কলোনির বাসিন্দাদের উচ্ছেদ করে সেখানে বহুতল মার্কেট নির্মাণের পাঁয়তারা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এই পাঁয়তারা বন্ধ করতে হবে।
হরিজনরা বংশপরম্পরায় ৪০০ বছর ধরে মিরনজিল্লায় বসবাস করে আসছে। জায়গাটি কলোনির বাসিন্দাদের নামে দলিল করে দেওয়ার দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল দল-সংগঠন কলোনির বাসিন্দাদের সংগ্রামের পাশে থাকবে।
বাংলাদেশ জয় ভীম ছাত্র-যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক হেমন্ত দাসের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন প্রবীণ হরিজন নেতা দুলাল দাস লালু চৌধুরী। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম, জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা হারুন অর রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নিখিল দাস, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সমন্বয়ক জাফর হোসেন, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসিরউদ্দিন, সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা বেলাল চৌধুরী, মিরনজিল্লা পঞ্চায়েত কমিটির সভাপতি কৃষ্ণা চরণ, সাবেক সভাপতি অনু দাস, নির্মল চন্দ্র দাস, সাবেক সাধারণ সম্পাদক মহেশ লাল প্রমুখ।