সাততলা বস্তিতে আগুন লাগার কারণ জানাল ফায়ার সার্ভিস

রাজধানীর সাততলা বস্তিতে আগুন লাগার পর নেভানো ও উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরাছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুনে শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ৩০টির বেশি দোকানও পুড়ে গেছে। এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা এই আগুন লাগার কারণও জানিয়েছে আজ বুধবার। ফায়ার সার্ভিস বলেছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি বা কেউ আহতও হয়নি।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। একে একে আরও ইউনিট ঘটনাস্থলে যেতে থাকে। আজ ভোর পৌনে ৫টার মধ্যে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আরও দুটি ইউনিট যোগ হয়। ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম আজ সকালে প্রথম আলোকে বলেন, সাততলা বস্তিতে আগুনে ১৪ জন মালিকের বিভিন্ন আয়তনের ১৫২টি কাঁচা ও সেমি পাকা রুম এবং ২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার মূল কারণ বৈদ্যুতিক শর্টসার্কিট।

তালহা বিন জসিম বলেন, আজকের দুর্ঘটনায় কেউ নিহত বা আহত হয়নি।