ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড, মৃত্যু ১৫ জনের

ডেঙ্গু রোগী
ফাইল ছবি

চলতি মাসের ১৭ তারিখ দেশে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ হাজার ১২২ জন। এটি ছিল এ বছরে এক দিনে হাসপাতালে সর্বোচ্চ ভর্তি। আজ মঙ্গলবার সেই রেকর্ডও ভেঙে গেল। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১২৩ জন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে ৯৪৩ জনের মৃত্যু হলো। আর চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত এডিস মশাবাহিত এ রোগে মারা গেলেন ৩৫০ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকায় ৫ জন ও ঢাকার বাইরে ১০ জন মারা গেছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৭৪ এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ২ হাজার ৩৪৯ নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৮৮১ জন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮০ হাজার ৪৯০ জন ও ঢাকার বাইরে ১ লাখ ১৩ হাজার ৩৯১ জন রয়েছেন।

এর আগে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল গত বছর। এ ছাড়া ডেঙ্গুতে ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের।