রাজধানীর শ্যামলীতে আনোয়ার ল্যান্ডমার্ক–প্রথম আলো বসত মেলা শুরু

শ্যামলীতে হোসেন হাউজিংয়ে বসত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক ও অতিথিরা। ঢাকা, ২০ ফেব্রুয়ারি
ছবি: জাহিদুল করিম

রাজধানীর শ্যামলীতে হোসেন হাউজিংয়ে বর্ণিল বসত মেলার উদ্বোধন করা হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেলে এই মেলার উদ্বোধন করা হয়। আনোয়ার ল্যান্ডমার্ক ও প্রথম আলোর যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই মেলা শেষ হবে আগামী শনিবার।

এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় হোসেন হাউজিংয়ের এঞ্জেলিক ভবনের দোতলায় কমিউনিটি হলরুমে।

উদ্বোধনী পর্বে বক্তৃতায় আনোয়ার ল্যান্ডমার্কের মহাব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) এ জেড এম তানভীর আহমদ বলেন, প্রথম আলোর সহযোগিতায় আবাসন খাতে ব্যতিক্রমী এই মেলায় আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ব্যতিক্রমী এমন অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শ্যামলীতে হোসেন হাউজিংয়ে বসত মেলায় স্থাপিত প্রথমার স্টলে বই দেখছেন তাঁরা। ঢাকা, ২০ ফেব্রুয়ারি
ছবি: জাহিদুল করিম

প্রথম আলোর সহকারী মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন সেলস) মো. মনিরুজ্জামান বলেন, পাঠকের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রথম আলো নানা অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় শ্যামলীর হোসেন হাউজিংয়ে প্রথমবারের মতো বসত মেলার আয়োজন করেছে।

মেলার উদ্বোধনী দিনে আবৃত্তির আয়োজনও ছিল। লামিয়া আফরোজ ও বর্ণিক বৈশ্য আবৃত্তি করেন। সেখানে প্রথমা প্রকাশনের পক্ষ থেকে স্টল বসানো হয়েছে। হোসেন হাউজিং এলাকার অনেক বাসিন্দা বইয়ের স্টল থেকে বই কিনেছেন। এই মেলার কার্যক্রম দেখতে অনেকে সন্তানদের নিয়ে এসেছেন।

তিন দিনব্যাপী এই মেলার দ্বিতীয় দিনে আগামীকাল শুক্রবার দিনব্যাপী শিশু কিশোরদের জন্য বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে। এসব খেলা হাউজিং এলাকার শিশু–কিশোরেরা উপভোগ করবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন আনোয়ার ল্যান্ডমার্কের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (মার্কেটিং, ব্যান্ড অ্যান্ড কমিউনিকেশন) হাসান এস উল্লাস। ল্যান্ডমার্ক এঞ্জেলিক ভবনের ফ্ল্যাট মালিক সমিতির সেক্রেটারি আকরাম হোসেন তাঁদের আবাসনে এমন মেলার আয়োজনের জন্য প্রথম আলো ও আনোয়ার ল্যান্ডমার্ককে ধন্যবাদ জানান।

শ্যামলীতে হোসেন হাউজিংয়ে বসত মেলায় আবৃত্তি করেন লামিয়া আফরোজ। ঢাকা, ২০ ফেব্রুয়ারি
ছবি: জাহিদুল করিম

প্রথম আলোর সহকারী মহাব্যবস্থাপক (সার্কুলেশন সেলস) মো. মহিউদ্দিন রওনকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আনোয়ার গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ইউনুস আলীসহ হোসেন হাউজিংয়ের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

শ্যামলীতে হোসেন হাউজিংয়ে বসত মেলায় আবৃত্তি করেন বর্ণিক বৈশ্য। ঢাকা, ২০ ফেব্রুয়ারি
ছবি: জাহিদুল করিম

মেলার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাদু প্রদর্শনী, বইমেলা, পিঠা উৎসব, বায়োস্কোপ ও শিশু–কিশোরদের জন্য বিভিন্ন খেলার আয়োজন থাকবে। মেলার শেষ দিন আগামী শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী রোবট শো, বিজ্ঞান প্রদর্শনী, শিশু–কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন খেলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা, পিঠা উৎসব, বায়োস্কোপ, পুরস্কার বিতরণীসহ নানা আয়োজন থাকবে।