ডেমরায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত
রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজছাত্র নিহত হয়েছে। তার নাম মো. আরাফাত উদ্দিন (১৭)। আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য আরাফাতের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, রাত সাড়ে আটটার দিকে স্টাফ কোয়ার্টারের সামনে ঢাকা-ডেমরা মহাসড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিল আরাফাত। তার সঙ্গে এক বন্ধুও ছিল। এ সময় আরাফাত নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজন গুরুতর আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। তার বন্ধু শান্ত মেডিকেলে চিকিৎসাধীন।
আরাফাত পরিবারের সঙ্গে ডেমরার বামৈল এলাকায় বসবাস করত।