এডিস মশা নিয়ন্ত্রণে রোববার থেকে অভিযান

ডেঙ্গু রোগের বাহক এডিস মশা
ছবি: রয়টার্স

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে বিভিন্ন স্থাপনায় আগামী রোববার থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ওই দিন থেকে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করবেন। আজ বৃহস্পতিবার বিকেলে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানায় ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ শাখা।

ঢাকা দক্ষিণ সিটি বলছে, নিয়মিত মশার ওষুধ ছিটানোর কাজ চলবে। পাশাপাশি বিভিন্ন স্থাপনায় এডিস মশার লার্ভা রয়েছে কি না, তা দেখতে নির্বাহী ম্যাজিস্টেটরা অভিযানে নামবেন। স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া গেলে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হবে।

এ প্রসঙ্গে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণই প্রমাণিত কর্মপন্থা। সে লক্ষ্যে আইনি বিধি-বিধানের মধ্য থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পদায়ন করা হয়েছে। জনকল্যাণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা যেমন জরুরি, তেমনি সাধারণ মানুষের সচেতন হওয়াও জরুরি। তিনি আশা করেন যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে রাখা যাবে।