রামপুরায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
রাজধানীর রামপুরায় ছুরিকাঘাতে সিদ্বেশ্বরী ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী মো. হাফিজ মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
ময়নাতদন্তের জন্য শিক্ষার্থী হাফিজের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে।
জানতে চাইলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ উদ্দিন মিয়াজী প্রথম আলোকে বলেন, হাতিরঝিল থানাধীন রামপুরার জাহাজ বিল্ডিং এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন মারা গেছেন বলে তাঁরা জানতে পেরেছেন। খুনের ঘটনার বিস্তারিত তথ্য জানার জন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। খুনের ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।
এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী মো. আকাশ প্রথম আলোকে বলেন, আজ শনিবার সন্ধ্যার সময় তিনি এবং হাফিজসহ কয়েকজন বন্যার্তদের সহযোগিতা করার জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন। রামপুরার একটি চায়ের দোকানে তাঁরা অবস্থান করছিলেন। হঠাৎ লাঠিসোঁটা ও ছুরি হাতে নিয়ে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে তাঁদের এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে। পরে হাফিজকে ঢাকা মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাফিজ বাবা–মায়ের সঙ্গে পশ্চিম রামপুরা এলাকায় বসবাস করতেন।