লাল চাঁদ হত্যায় আসামিপক্ষে মামলা লড়বে না জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যার ঘটনায় আসামিপক্ষে মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট।
আজ সোমবার ঢাকা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান ফোরামের ঢাকা বার ইউনিটের সভাপতি খোরশেদ আলম। অন্য আইনজীবীদের প্রতিও একই আহ্বান জানিয়েছেন ফোরামের ঢাকা বার ইউনিটের নেতারা।
আইনজীবী খোরশেদ আলম বলেন, তাঁরা সোহাগ হত্যার তীব্র নিন্দা জানাচ্ছেন। এই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেপ্তার করার আহ্বান জানাচ্ছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে বলে মন্তব্য করেন আইনজীবী খোরশেদ আলম। এ প্রসঙ্গে তিনি বলেন, তাঁরা মনে করেন, ফ্যাসিবাদী শক্তির দোসরেরা চাঁদাবাজির মতো ঘৃণ্য অপরাধ আরোপ করে বিএনপিকে দোষারোপ করছে।
গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে লাল চাঁদকে হত্যা করে একদল লোক। পিটিয়ে, ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করা হয়। তাঁর শরীরের ওপর উঠে লাফান কেউ।
লাল চাঁদ হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় গত বৃহস্পতিবার একটি মামলা হয়। নিহত লাল চাঁদের বোন মঞ্জুয়ারা বেগম মামলাটি করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ১৫ থেকে ২০ জনকে।
এ মামলায় গতকাল রোববার পর্যন্ত সাত আসামি গ্রেপ্তার হয়েছেন। তাঁরা হলেন সজীব ব্যাপারী, রাজীব ব্যাপারী, টিটন গাজী, মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান রবিন, আলমগীর ও মনির ওরফে ছোট মনির।