যাত্রাবাড়ীতে চারতলা ভবনে আগুন, নিভল ২ ঘণ্টা পর

আগুন
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি চারতলা ভবনে লাগা আগুন নিভেছে। ভবনটির নিচতলায় একটি চায়নিজ রেস্তোরাঁয় সকাল ছয়টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়েছে, সকাল ছয়টার দিকে যাত্রাবাড়ীর কলাপট্টির ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে সোয়া ছয়টার দিকে নয়টি ইউনিট ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দুই ঘণ্টা চেষ্টার পর সকাল আটটার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক মো. এরশাদ আলী বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশের একাধিক টহল টিম ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় রেস্তোরাঁর ভেতরে থাকা কর্মীরা ভবনটির ছাদে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়।

গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন মো. এরশাদ আলী।