বনানীর কিশোর গ্যাং ‘পিচ্চি জয়’-এর ৩ সদস্য গ্রেপ্তার

রাজধানীর বনানী থেকে ‘পিচ্চি জয়’ নামে একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার বনানীর বেলতলা আদর্শনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই গ্যাংয়ের তিন সদস্য হলো আবদুর রহমান (১৮), রনি মিয়া (১৭) ও সুজন রায় (১৭)।

র‌্যাব জানায়, এই দলে ২০-২৫ জন আছে। এরা উচ্চ শব্দে গান বাজিয়ে দল বেঁধে এলাকায় ঘুরে বেড়ায়। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে নারীদের উত্ত্যক্ত করে। ছিনতাই, চাঁদাবাজি ও মাদক সেবনেও জড়িত তারা। তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ভিডিওচিত্র প্রচার করতে দেখা যায়।