মারধরে নয়, মদ খেয়ে অসুস্থ হয়েছেন ওয়ার্ড আ.লীগ নেতা—দাবি থানা সভাপতির

জসিম উদ্দিনের ওপর হামলার অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেন এনামুল হকছবি: প্রথম আলো

মারধরের কারণে নয়, অতিরিক্ত মদ্যপানের কারণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এমন দাবি করেছেন একই ওয়ার্ডের কাউন্সিলর ও পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ওরফে আবুল।

আজ রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এনামুল হক এ দাবি করেন।

গত ১৬ আগস্ট রাতে জসিম উদ্দিনকে মারধরের অভিযোগ ওঠে এনামুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় এনামুল হককে প্রধান আসামি করে পল্টন থানায় মামলা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান তুলে ধরেন এনামুল হক।

চলতি মাসেই পল্টন থানা আওয়ামী লীগের সম্মেলন হবে। সম্মেলনকে কেন্দ্র করে একটা অবস্থান সৃষ্টি করা যায় কি না, সে জন্য জসিম উদ্দিন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন বলে অভিযোগ করেন এনামুল হক।

লিখিত বক্তব্যে এনামুল হক বলেন, তাঁর বিরুদ্ধে একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনকে মারধরের যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি বিতর্কিত মহল দীর্ঘদিন ধরে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও বিতর্কিত করতে মিথ্যা মামলা করেছে। দলকেই কার্যত দুর্বল করতে চক্রটি উঠেপড়ে লেগেছে।

এদিকে জসিম উদ্দিনকে মারধরের অভিযোগে তাঁর মেয়ে শিবা আক্তার ওরফে যুথী বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা করেছিলেন। তখন শিবা আক্তার প্রথম আলোকে বলেছিলেন, ‘১৬ আগস্ট পল্টন থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমাকে চূড়ান্ত করা হয়। এরপর কাউন্সিলর এনামুল হক রাজনৈতিক প্রতিহিংসায় ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ব্যক্তিকে দিয়ে আমার বিরুদ্ধে ফেসবুকে আজেবাজে পোস্ট দেন।’ তিনি বলেন, আজেবাজে মন্তব্যের প্রতিবাদ জানাতে কাউন্সিলরের সঙ্গে দেখা করতে গেলে দলবদ্ধ হয়ে কয়েকজন তাঁর বাবাকে মারধর করেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ প্রসঙ্গে এনামুল হক সাংবাদিকদের বলেন, শিবা আক্তার পল্টন থানা মহিলা লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার যে তথ্য গণমাধ্যমে দিয়েছেন, তা মিথ্যা ও বানোয়াট। তিনি ঢাকা মহানগর দক্ষিণ মহিলা লীগের সভাপতি সাবেরা আক্তারের মাধ্যমে জানতে পেরেছেন, শিবা আক্তারকে এ পদ দেওয়া হয়নি। এমনকি, সাবেরা আক্তার লিখিত চিঠিতে তাঁকে (এনামুল) জানিয়েছেন, শিবা আক্তার নামের কাউকে তিনি চেনেন না এবং তাঁকে (শিবা আক্তার) কখনো দলীয় কার্যক্রমে অংশ নিতে দেখেননি।

কলাবাগান ও ধানমন্ডি থানা ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়নি বলেও এনামুল হককে জানিয়েছেন সাবেরা আক্তার।

আর জসিম উদ্দিনকে মারধরের অভিযোগের বিষয়ে এনামুল হক বলেন, পল্টন থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হোসাইন ওরফে মিরন শিবাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাজে মন্তব্য করেছেন, এমন অভিযোগে ১৬ আগস্ট রাতে শান্তিনগরের একটি হোটেলে গিয়ে মিরনের ওপর চড়াও হন জসিম উদ্দিন। সেখানে জসিম উদ্দিনকে মারধর করা হয়নি। পরে তাঁরা চিকিৎসকের সঙ্গে কথা বলে জেনেছেন, অতিরিক্ত মদ্যপানের কারণে জসিম উদ্দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মদ্যপানে অসুস্থ হওয়ার অভিযোগ বিষয়ে জানতে শিবা আক্তারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। তবে তাঁর বাবাকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়া ও মামলাসংক্রান্ত বিষয়ে জানতে কল করা হলে ফোন রিসিভ করে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলেছিলেন তিনি।