চিকিৎসাধীন অবস্থায় সন্তানের জন্ম দিলেন দগ্ধ নারী

বিস্ফোরণের পর আগুনে পুড়ে যাওয়া ফ্ল্যাটের আসবাবপত্র। রোববার নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায়
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে বিস্ফোরণে দগ্ধ এক নারী ছেলেসন্তানের জন্ম দিয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অস্ত্রোপচারের মাধ্যমে ওই সন্তানের জন্ম হয়।

ওই নারীর নাম কুলসুম আক্তার (২৫)। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক আইউব হোসেন প্রথম আলোকে বলেন, ‘মাকে (কুলসুম আক্তার) শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের অপারেশন থিয়েটার থেকে আইসিইউতে নেওয়া হবে।

আরও পড়ুন

শিশুটি রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের এনআইসিইউতে।’

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় ১০ তলা একটি ভবনের ছয়তলায় থাকতেন কুলসুম। গতকাল রোববার সন্ধ্যায় ওই ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় আগুনে দগ্ধ হন কুলসুম ও তাঁর তিন বছরের ছেলে।

গ্যাসলাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হতে পারে বলেছে ফায়ার সার্ভিস।