কাইয়ুম চৌধুরী স্মরণে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কাইয়ুম চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পাঁচটি শ্রেণিতে শতাধিক শিশু–কিশোর অংশ নেয়
ছবি: সংগৃহীত

চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুক্রবার সকালে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বয়সভিত্তিক পাঁচটি শ্রেণিতে শতাধিক শিশু ও কিশোর অংশ নেয় প্রতিযোগিতায়।

চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী অষ্টম মৃত্যুবার্ষিকী ৩০ নভেম্বর। এ উপলক্ষে ‘বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী, হাসিনা বদর পরিবার ও বরেণ্য শিল্পী সমরজিৎ রায় চৌধুরী স্মৃতি শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা–২০২২’ শীর্ষক এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ও বিচারক ছিলেন চিত্রশিল্পী রফিকুন নবী।

বিশেষ অতিথি ও বিচারক ছিলেন শিল্পী মনিরুজ্জামান মনির (গ্যালারি চিত্রক) ও বদিউজ্জামান মামুন। শিল্পী শব্বরী রায় চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অতিথি ও বিচারকেরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে স্বর্ণপদক, সনদ এবং কাইয়ুম চৌধুরীর লেখা ও শিশু শিল্পী অতনুর প্রচ্ছদ করা প্রথমা প্রকাশনী থেকে প্রকাশিত বই ‘তনুর সাথে রঙ রেখাতে’ প্রদান করা হয়।