ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন বর্জন সাদা দলের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচন বর্জন করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলনে সাদা দলের নেতারা নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন।
১২ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আওয়ামী লীগপন্থী শিক্ষক সংগঠন নীল দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অন্যদিকে সাদা দলের শিক্ষকেরা বলছেন, ক্ষমতাসীন সরকারের হাতকে শক্তিশালী করবে, এমন শিক্ষক সমিতি তাঁরা চান না। তাই তাঁরা ঢাবি শিক্ষক সমিতির এবারের নির্বাচনে অংশ নেবেন না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সাদা দলের আহ্বায়ক মো. লুৎফর রহমান।
তিনি বলেন, গত মঙ্গলবার সাদা দলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, সাদা দল ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া শিক্ষক সমিতির নির্বাচন বর্জন করছে।
সংবাদ সম্মেলনে সাদা দলের সাবেক আহ্বায়ক ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বক্তব্য দেন।