শাহজালাল বিমানবন্দরে ৬ কোটি টাকার সোনাসহ এক যাত্রী গ্রেপ্তার

এক নারী যাত্রীর ব্যাগ থেকে সোনার ৬৯টি বার ও ১টি চেইন স্বর্ণালংকার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারাছবি: সংগৃহীত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক নারী যাত্রীর ব্যাগ থেকে সোনার ৬৯টি বার ও ১টি চেইন স্বর্ণালংকার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। তাঁরা বলেছেন, উদ্ধার করা সোনার বাজারমূল্য আনুমানিক ৬ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার টাকা।

যাত্রীর নাম রেখা পারভীন। তিনি দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজে করে ঢাকায় এসেছেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে খবর আসে, এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজে এক যাত্রীর কাছে চোরাচালানের সোনা আছে। এ তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে কর্মরত শুল্ক গোয়েন্দার কর্মকর্তা–কর্মচারীরা সতর্ক অবস্থান নেন।

এমিরাটসের একটি বিমান ১০ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ওই উড়োজাহাজের যাত্রী রেখা পারভীনের অবস্থান নিশ্চিত হন শুল্ক গোয়েন্দারা। পরে তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে সোনার ৬৯টি বার ও ১টি সোনার চেইন জব্দ করেন শুল্ক গোয়েন্দারা। এ ছাড়া তাঁর শরীর তল্লাশি করে সোনার ছয়টি চুড়ি পাওয়া যায়। সব মিলিয়ে সোনার ওজন ৮ কেজি ২১৭ গ্রাম।

আজ বুধবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী পরিচালক ফারহানা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পারভীনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় রেখা পারভীনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।