আনন্দধারা বইছে কনকর্ড লেকসিটিতে
আনন্দধারা বয়ে যাচ্ছে রাজধানীর খিলক্ষেতের লেকসিটি কনকর্ডে। আজ ছুটির দিন শুক্রবার সকাল থেকে এ আবাসনের বাসিন্দাদের নিয়ে শুরু হয়েছে আনন্দমেলা। এতে লেকসিটির ১৪টি ভবনের প্রায় ২৪ শ পরিবারের বাসিন্দারা অংশ নিচ্ছেন।
সকাল ৮টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আলোচনা করেন কনকর্ড লেকসিটি অ্যাপার্টমেন্ট মালিক কো–অপারেটিভ সোসাইটির সভাপতি এমডি ইকবাল মিয়া, সাধারণ সম্পাদক এস এম নূর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শহীদউদ্দিন আহমেদ ও জাকির হোসেন। উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা মোস্তফা মিয়া, আফজাল হোসেন ও জাকির হোসেন। সঞ্চালনা করেন প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান।
লেকসিটি কনকর্ড অ্যাপার্টমেন্ট মালিক কো–অপারেটিভ সোসাইটি লিমিটেডের সহযোগিতায় প্রথম আলো এই আনন্দমেলা আয়োজন করেছে। এতে আরও সহযোগিতা করেছে সেনসোডাইন, কিষোয়ান, পোলার, ফার্মফ্রেশ, মোজো ও এয়ার অ্যাস্ট্রা।
সকালে অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, রোবটের সঙ্গে শিশুদের নৃত্য। চলছে শিশুদের চকলেট দৌড়, বিস্কুট দৌড় ও মার্বেল দৌড় প্রতিযোগিতা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার হুমায়ারা আঞ্জুম।
এ ছাড়া রয়েছে মোজোর আয়োজনে মজার মজার প্রতিযোগিতা ও পুরস্কার।
এ ছাড়া রয়েছে রোবট শো, ড্রোন ওড়ানো, পতিত নাচ, বায়েস্কোপ ও বিনা মূল্যে ডেন্টাল চেকআপ।
মধ্যাহ্নবিরতির পর বিকেলে হবে পুরুষদের মিউজিক্যাল চেয়ার ও নরীদের বালিশ খেলা।
এরপর জাদু, গান, আলোচনা ও পুরস্কার বিতরণী দিয়ে দিনব্যাপী এ আনন্দমেলা শেষ হবে।