ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ

সংঘর্ষপ্রতীকী ছবি

রাজধানীর নিউমার্কেটসংলগ্ন সরকারি টিচার্স ট্রেনিং কলেজে (টিটিসি) গতকাল মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।  

আহত নেতা–কর্মীদের মধ্যে এই কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা গুরুতর অবস্থায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ববিরোধের জের ধরে রাত আটটার দিকে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে একটি পক্ষ টিটিসিতে ঢুকে এ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা ও তাঁর সমর্থক নেতা–কর্মীদের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুই পক্ষই লাঠিসোঁটা ব্যবহার করে। এ সময় টিটিসির আবাসিক এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দুজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও মাসুদ রানা চিকিৎসাধীন আছেন।

নিউমার্কেট থানার ওসি আমিনুল ইসলাম আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, ‘কলেজের ছাত্রদের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ নিয়ে আসেনি।’

এ বিষয়ে সকালে জানতে চাইলে টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. গোলাম ফারুক বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে তিনি কথা বলছেন। এ ঘটনার জন্য তিনি ঢাকা কলেজের ছাত্রদের দায়ী করেন।

তাঁদের বিষয়ে ঢাকা কলেজ কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।