‘লেজার লাইটের আলো জ্বেলে কৌশলে গাড়ি থামিয়ে চাঁদা নেন তাঁরা’

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে অভিযান চালিয়ে ৩২ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‍্যাবছবি: সংগৃহীত

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে অভিযান চালিয়ে ৩২ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁদের কাছ থেকে চাঁদাবাজির এক লাখের বেশি টাকা ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে র‍্যাব।

চাঁদাবাজেরা রিফ্লেক্টিং বেস্ট জ্যাকেট, লেজার লাইট, লাঠি ও বিভিন্ন সংকেতের মাধ্যমে গাড়ি থামিয়ে চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে বলছে র‍্যাব। গাড়িচালকেরা চাঁদা দিতে অস্বীকার করলে তাঁদের গাড়ি ভাঙচুর, মারধর করাসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও জানিয়েছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার র‍্যাব-১–এর উত্তরার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

র‍্যাবের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ বলেন, পণ্যবাহী কোনো গাড়ি দেখলেই তাঁরা লেজার লাইটের আলো জ্বালিয়ে তা থামিয়ে কৌশলে বিভিন্ন অজুহাতে চাঁদা আদায় করছেন। তাঁদের কাছ থেকে এক লাখ টাকা, চাঁদাবাজিতে ব্যবহৃত ৬টি টর্চলাইট, ৩টি টার্গেট লাইন, ১টি চার্জার লাইট, ২৯টি চাঁদা আদায়ের রসিদ, ৪টি রিফ্লেক্টিং বেস্ট জ্যাকেট, ২টি লাঠি, ২৫টি মুঠোফোন ও ১টি হেডফোন উদ্ধার করা হয়েছে।

চাঁদাবাজদের কাছ থেকে উদ্ধার করা সরঞ্জাম
ছবি: সংগৃহীত

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, চাঁদাবাজেরা প্রতিটি ট্রাক ও পণ্যবাহী যানবাহনে ২০০ থেকে ৩০০ টাকা চাঁদা আদায় করে। পণ্যবাহী কোনো গাড়ি দেখলেই তারা লেজার লাইটের আলো জ্বালিয়ে তা থামিয়ে কৌশলে বিভিন্ন অজুহাতে চাঁদা আদায় করছে। বিশেষ করে মধ্যরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় যখন পণ্যবাহী ট্রাক ঢাকায় ঢোকে, তখন সড়কে এমন চিত্র দেখা যায়।