এসি বিস্ফোরণে দগ্ধ গৃহকর্ত্রীর মৃত্যুর পর মারা গেল গৃহকর্মীও

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরিয়ান (১৪) নামের এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। এর আগে একই ঘটনায় দগ্ধ হয়ে ওই বাসার গৃহকর্ত্রীর মৃত্যু হয়।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরিয়ানের। হাসপাতালটির আবাসিক সার্জন এস এম আইউব হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আরিয়ানের শরীরের ৭০ ভাগ পুড়ে গিয়েছিল।

গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মিরপুর ১৩ নম্বর সেকশনের পূর্ব ইমামনগর এলাকার একটি বাসার কক্ষে এসির বিস্ফোরণ হয়। এ সময় গৃহকর্ত্রী হাজেরা বেগম ও গৃহকর্মী আরিয়ান দগ্ধ হন। দগ্ধ অবস্থায় তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরদিন শনিবার গভীর রাতে হাজেরা বেগম মারা যান। তাঁর শরীরের ৫০ ভাগ দগ্ধ হয়েছিল।

হাজেরা বেগমের স্বামী আবদুস সালাম প্রথম আলোকে বলেন, মিরপুর ১৩ নম্বর সেকশনের ইমামনগরে বাড়িভাড়ার আয় দিয়ে তাঁর সংসার চলে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে তাঁর বাসায় এসির বিস্ফোরণ হয়েছিল।