নবজাতকের মৃত্যুতে মামলা, দুই চিকিৎসক কারাগারে

রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যু ও মায়ের জীবন মৃত্যুঝুঁকিতে ফেলার অভিযোগে করা মামলায় দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, কারাগারে পাঠানো দুই চিকিৎসক হলেন মুনা সাহা ও শাহজাদী মোস্তাকি। গতকাল বুধবার রাতে সেন্ট্রাল হাসপাতাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আদালত সূত্র জানায়, ঢাকার সিএমএম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দুই চিকিৎসক।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, কুমিল্লার তিতাস উপজেলা থেকে অন্তঃসত্ত্বা মাহবুবা রহমানকে (২৫) গত শুক্রবার রাজধানীতে এনে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। তবে মাহবুবাকে যে চিকিৎসকের অধীন ভর্তি করা হয়, তিনি তখন দেশের বাইরে। এ বিষয়টি রোগী বা স্বজনদের জানানো হয়নি। অন্য চিকিৎসকেরা তাঁর স্বাভাবিক প্রসব করাতে ব্যর্থ হন। পরে অস্ত্রোপচার করা হয়। রোববার নবজাতকের মৃত্যু হয়। আর মাহবুবার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তিনি এখন ধানমন্ডির আরেকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশনস) মো. রাসেল জানান, নবজাতকের বাবা ইয়াকুব আলী গতকাল বুধবার চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যু ও স্ত্রীর জীবন মৃত্যুঝুঁকিতে পড়েছে—এমন অভিযোগ এনে সেন্ট্রাল হাসপাতালের মোট ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় কয়েকজন ‘অজ্ঞাতনামা’ আসামির কথাও উল্লেখ করা হয়েছে।

পরিদর্শক আরও জানান, গতকাল বুধবার রাতে  হাসপাতাল থেকে দুই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। আজ দুই চিকিৎসককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।