মোহাম্মদপুরে পরিবহনশ্রমিকদের মারধরে বাসচালক নিহত
রাজধানীর মোহাম্মদপুরে পরিবহনশ্রমিকদের মারধরে রাসেল মাতুব্বর (৩২) নামের এক বাসচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
রমজান পরিবহনের একটি বাসের চালক ছিলেন রাসেল। তিনি পরিবার নিয়ে মোহাম্মদপুরে ভাড়া থাকতেন। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার পালংয়ের দক্ষিণ সোওলা মাদবরবাড়ি। রাসেলের এক মেয়ে আছে।
নিহত রাসেলের ছোট ভাই বাদশা মাতুব্বর প্রথম আলোকে বলেছেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর ৩ নম্বর বাসস্ট্যান্ডে সিরিয়াল নিয়ে কথা–কাটাকাটির জেরে রাসেল আরেকটি বাসের লুকিং গ্লাস ভেঙে ফেলেন। এ নিয়ে ক্ষতিগ্রস্ত বাসের দুই শ্রমিক রাসেলকে বেধড়ক পেটান। পরে বাসায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু পরে বেশি অসুস্থ হয়ে পড়ায় দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাসেলের মৃত্যুর তথ্য ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া নিশ্চিত করেন।