অগ্রণী স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

মিলনমেলায় গানের তালে মেতে ওঠেন অগ্রণী স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

রাজধানীর ঐতিহ্যবাহী অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গান, স্মৃতিচারণা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে আজ শনিবার রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ আয়োজন।

ঢাকার আজিমপুরে ১৯৫৭ সালে প্রতিষ্ঠা হয় অগ্রণী স্কুল। পরবর্তী সময়ে ১৯৬৮ সালে কলেজ শাখার যাত্রা শুরু হয়। স্বনামধন্য এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনেকেই সমাজে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। বিদেশেও খ্যাতি অর্জন করেছেন কেউ কেউ।

অগ্রণী স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় সংগীত পরিবেশন করেন শিল্পীরা
ছবি: সংগৃহীত

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্রণীর প্রাক্তন শিক্ষার্থীদের একত্র করতে স্পর্শ ফাউন্ডেশনের প্রধান নাজিয়া জাবীনসহ ১৫ সদস্যের এক কমিটি এ মিলনমেলার আহ্বান জানায়।

দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষাজীবন নিয়ে স্মৃতিচারণা করেন বাংলাদেশের প্রথম নারী রোটারিয়ান প্রেসিডেন্ট সাফিনা রহমান, একুশে পদকপ্রাপ্ত শিল্পী ডালিয়া নওশীন, সাবেক সচিব শেলিনা আফরোজ, নজরুলগীতিশিল্পী সাদিয়া আফরীন, প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমিন, বিজ্ঞানী আলিয়া নাহিদ প্রমুখ।

এ ছাড়া অভিনেত্রী ও লেখক করভী মিজানের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে অংশগ্রহণ করেন অগ্রণীর শিক্ষার্থী সংগীতশিল্পী সামিনা চৌধুরী, অভিনয়শিল্পী ত্রপা মজুমদার, ঝুমু খান, তানিয়া মান্নান, কবি শায়লা হাফিজ, মুনীরা শিমু, কবি সুমী নূর, নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব প্রমুখ।