চোর-পুলিশ খেলার সময় অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর চকবাজারের কাজী রিয়াজউদ্দিন সড়কের একটি বাসার নিচতলার সেপটিক ট্যাংক থেকে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শিশুটির নাম আরিয়ান। শনিবার রাত সাড়ে আটটার পর লালবাগ ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন লালবাগ ফায়ার স্টেশনের ওয়্যার হাউস পরিদর্শক অর্জুন বাড়ৈ। এদিকে শিশু আরিয়ানের মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গেছে চকবাজার থানা-পুলিশ।

চকবাজার থানার উপপরিদর্শক রাইসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, শুক্রবার জুমার নামাজের পর তিন শিশু চোর-পুলিশ খেলা করছিল। এর মধ্যে একটি শিশু পাঁচতলা ভবনের নিচতলায় লুকাতে গেলে সেপটিক ট্যাংকে পড়ে যায়। সন্ধ্যার পর আরিয়ানের খোঁজ না পেয়ে তার স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজখবর করেন। পরে শিশুটির পরিবার জানতে পারে, আরিয়ান সেপটিক ট্যাংকে পড়েছে।’

পুলিশ কর্মকর্তা রাইসুল বলেন, সেপটিক ট্যাংকটি ছিল অরক্ষিত। এর ওপর লোহার কোনো ঢাকনা দেওয়া ছিল না। এর পরিবর্তে সেখানে দায়সারাভাবে কাঠ দিয়ে ঢাকা ছিল। কাঠের ওপর পা দেওয়ার পর শিশুটি ট্যাংকে পড়ে যায়। এ ঘটনায় অবহেলার জন্য দায়ী বাসার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।