ঢাকার তেজগাঁওয়ে শ্রমিকদের রেললাইন অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

শ্রমিকেরা রেললাইনে শুয়ে অবরোধ করেন
ছবি: সাজিদ হোসেন

রাজধানীর তেজগাঁওয়ে রেললাইন অবরোধ করেছেন রেলওয়ের শতাধিক শ্রমিক। চাকরি স্থায়ীকরণের দাবি ও আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন কর্মচারী নিয়োগের প্রতিবাদে রেললাইনে অবস্থান নিয়েছেন তাঁরা।

এতে ঢাকার সঙ্গে দেশের বিভিন্ন জায়গার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা।

আজ রোববার সকালে বিএফডিসি রেলগেটের রেললাইনে ‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে শ্রমিকেরা এ অবস্থান কর্মসূচি শুরু করেন। দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে।

বিএফডিসি রেলগেট অবরোধ করে রেখেছেন শ্রমিকেরা। বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল
ছবি: সাজিদ হোসেন

শ্রমিকেরা বলছেন, বিজ্ঞাপন দিয়ে সারা দেশে প্রায় সাড়ে সাত হাজার অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া হয়। তাঁরা ইতিমধ্যে ১২ থেকে ১৪ বছর ধরে রেলে চাকরি করছেন। চুক্তি ছিল তিন থেকে চার বছরের মধ্যে তাঁদের স্থায়ীকরণ করা হবে। কিন্তু আজও রেল কর্তৃপক্ষ তাঁদের স্থায়ী করেনি। বরং তাঁদের বাদ দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন করে কর্মচারী নিয়োগের ঘোষণায় ক্ষুব্ধ হয়েছেন তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রেলপথ ছাড়বেন না বলেও জানান তাঁরা।

বৃষ্টির মধ্যে অবরোধ। ছবিটি সকালের
ছবি: সাজিদ হোসেন

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। সমাধান হবে বলে তিনি আশা করছেন।