যানজট এড়াতে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

২৯ মে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫  উপলক্ষে শান্তিরক্ষী মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী কর্মকর্তা বা সৈনিক পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান হবে। এ জন্য যানজট এড়াতে রোকেয়া সরণির উড়োজাহাজ চত্বর থেকে আগারগাঁও সার্কেল পর্যন্ত সড়কটি যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তায় যান চলাচলের অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ মে সকাল সাড়ে আটটা থেকে বেলা সোয়া একটা পর্যন্ত অনুষ্ঠান চলাকালে যানজট এড়াতে রোকেয়া সরণির উড়োজাহাজ চত্বর থেকে আগারগাঁও সার্কেল পর্যন্ত সড়কটি যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তায় যান চলাচলের অনুরোধ করা হলো।