আশুলিয়া সড়কের ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আবদুল্লাহপুরের আশুলিয়া সড়কে ফুটপাতে গড়ে তোলা দোকানপাট ও বিভিন্ন বাস কোম্পানির কাউন্টার উচ্ছেদ করেছে পুলিশ। ঢাকা, ০৫ জুনছবি: সংগৃহীত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর আবদুল্লাহপুর এলাকায় ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় আশুলিয়া সড়কের দুই পাশের ফুটপাত থেকে শতাধিক টং দোকান ও উত্তরাঞ্চলগামী বিভিন্ন বাস কোম্পানির কাউন্টার ভেঙে দেওয়া হয়েছে।

আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের উত্তরা বিভাগ এই অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন উত্তরা ট্রাফিক পূর্ব জোনের সিনিয়র সহকারী কমিশনার মো. ইব্রাহিম।

স্থানীয় লোকজন জানিয়েছেন, ঢাকা থেকে উত্তরাঞ্চলে যাওয়ার অন্যতম এই প্রবেশপথের ফুটপাতে বিভিন্ন পরিবহনের কাউন্টার তৈরি করা হয়েছে। এ কারণে পথচারীরা হাঁটতে পারেন না। আবার টং দোকানের কারণে আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় তীব্র যানজট হয়।

অভিযানের বিষয়ে পুলিশ কর্মকর্তা  মো. ইব্রাহিম প্রথম আলোকে বলেন, ফুটপাত দখলমুক্ত রাখতে ধারাবাহিকভাবে এই অভিযান চালানো হচ্ছে। এর আগেও একাধিকবার অভিযান চালানো হয়েছিল। কিন্তু আবার স্থাপনা নির্মাণ করায় সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

মো. ইব্রাহিম আরও বলেন, সামনে ঈদ। যাত্রীরা বাসের অপেক্ষায় ফুটপাতে দাঁড়াতে চাইলেও পারবে না। অবৈধ কাউন্টার যত্রতত্র গড়ে উঠলে সেখানে গাড়ি থামে; ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়ে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ধারাবাহিকভাবে এই অভিযান পরিচালনা করা হবে।