ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ
ফাইল ছবি

বিএনপি যাতে সুন্দরভাবে সমাবেশ করতে পারে, সেটি নিশ্চিতে কাজ করা হচ্ছে বলেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

আজ শনিবার বেলা ১১টা থেকে রাজধানীর সায়দাবাদের গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে। সমাবেশের আগের রাতে গতকাল শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ডিবি। এ পর্যন্ত বিএনপির প্রায় পাঁচ শ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড়ে আজ সকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেছেন, ‘বিএনপির সমাবেশ করা মৌলিক অধিকার। আমরা অনুমতি দিয়েছি, সেখানে তো কোনো অবৈধ জমায়েত হচ্ছে না। আমাদের ২০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেখানে কাজ করছেন।’

আরও পড়ুন

পুলিশের ওপর হামলার পরিকল্পনার মামলায় ফখরুল-আব্বাসকে গ্রেপ্তার দেখাল ডিবি

রাজধানীতে গণপরিবহন কম চলাচলের কারণ জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, আজ এমনিতেই ছুটির দিন। যাঁদের কাজ নেই, তাঁরা বের হচ্ছেন না। এ জন্যও চাপ কম। তবে পরিস্থিতি স্বাভাবিক। দুই দিন আগে যেহেতু একটি ঘটনা ঘটেছে, মানুষজন খুব একটা বের হচ্ছেন না।

আরও পড়ুন

সমাবেশ করতে হলে বিএনপিকে মিরপুর বাঙলা কলেজ মাঠেই করতে হবে

নয়াপল্টন এলাকা পুলিশের নিয়ন্ত্রণে থাকা ও চলাচল বন্ধ কি না জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এখন আপনারা চাইলে ওদিকে যেতে পারবেন।’

নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মী নিহত এবং চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে বিএনপির গণসমাবেশের অংশ হিসেবে আজ ঢাকা বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি।