শহিদ আনোয়ার গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাকা সেনানিবাসে অবস্থিত শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের দুই দিনব্যাপী আন্তহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, কুচকাওয়াজ ও ডিসপ্লের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন কলেজের প্রধান পৃষ্ঠপোষক জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ঢাকা সেনানিবাসের লজিস্টিক এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মোস্তাগাউছুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বেগম ইসরাত জাহান।
প্রতিযোগিতায় চারটি হাউসের মধ্যে সর্বোচ্চ ১৮০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় বেগম রোকেয়া হাউস। ১৬৭ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয় রাবেয়া বসরী হাউস। ব্যক্তিগত পর্যায়ে একাদশ শ্রেণির শিক্ষার্থী মানছুরা জাহান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এর আগে বুধবার বেলা ১১টায় দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম মনিরুজ্জামান। ওই দিন বিশেষ অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বেগম আরিফা সুলতানা। সংবাদ বিজ্ঞপ্তি