জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন ফটকে তালা ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকে আজ বৃহস্পতিবার সকালে তালা দিয়েছিল শাখা ছাত্রদল
ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা তিন দিনের অবরোধের শেষ দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনটি ফটকে তালা দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তালাগুলো ভেঙে ফেলেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনের বেশি কিছু নেতা-কর্মী ক্যাম্পাসের বাইরে জড়ো হন। অবরোধের সমর্থনে তাঁরা বিশ্ববিদ্যালয়ের তিনটি ফটকে তালা লাগিয়ে দেন।

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক, ইউটিলিটি ভবনের চতুর্থ ফটক ও প্রোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ফটকে শাখা ছাত্রদলের পক্ষ থেকে তালা দেওয়া হয় বলে ক্যাম্পাস সূত্র জানা যায়।

অবরোধের সমর্থনে শাখা ছাত্রদল ফটকগুলোতে পোস্টারও ঝুলিয়ে দেয়। দ্বিতীয় ফটকে বড় একটি পোস্টার লেখা ছিল, ‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।’

বিশ্ববিদ্যালয়ের একাধিক ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়ে জানায় শাখা ছাত্রদল। ফটকে তালা দেওয়ার কয়েকটি ছবিও পাঠায় তারা।

শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা সকাল সাতটার দিকে তিনটি ফটকে তালা লাগিয়ে দিয়েছি। অবরোধের সমর্থনে বার্তা দিয়ে ফটকে পোস্টারও টানানো হয়।’

বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা দ্রুত ফটকের তালাগুলো ভেঙে ফেলেন। যাঁরা ফটকে তালা দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদল নেতা-কর্মীরা খুব সকালে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। অল্প সময়ের মধ্যে আমাদের নিরাপত্তাকর্মীরা তালাগুলো ভেঙে ফেলেছেন। যাঁরা ফটকে তালা দিয়েছেন, তাঁদের আমরা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করব। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষের পর দলটি গত রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। এক দিন বিরতি দিয়ে মঙ্গলবার থেকে টানা তিন দিনের সড়ক, রেল, নৌপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধের শেষ দিন আজ। অবরোধ শেষে আজ আবার কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি।