চাপাতিসহ জেএমবি সদস্য গ্রেপ্তার

রাজধানী থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা গতকাল রোববার রাতে শ্যামলীর লিংক রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন।

আজ সোমবার ডিএমপির মিডিয়া সেন্টার সূত্রে এ তথ্য জানা গেছে। গ্রেপ্তার ব্যক্তির নাম হাফিজুর রহমান ওরফে সকাল। তাঁর কাছ থেকে একটি চাপাতি এবং জেএমবির মূলনীতি ও আচরণবিধি শীর্ষক তিনটি বই উদ্ধার করা হয়।

সিটিটিসি জানায়, হাফিজুর রহমানসহ জেএমবি সদস্যরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধনাঢ্য ব্যবসায়ী ও ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির মাধ্যমে অর্থ সংগ্রহ করতেন। কারাগারে আটক জেএমবির বন্দীদের মুক্তির জন্য ও সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে এই অর্থ ব্যয় করার পরিকল্পনা ছিল হাফিজুরের। তাঁর বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে।