সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ না করলে আন্দোলনের হুঁশিয়ারি

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করার প্রতিবাদ জানিয়েছেন সংবাদ সম্মেলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ২৪ অক্টোবর ২০২৪ছবি : প্রথম আলো

তিন দিনের মধ্যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করে নতুন প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন ‘৩৫ প্রত্যাশীরা’। দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক জরুরি সংবাদ সম্মেলনে এই সময় বেঁধে দেন সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীরা। তাঁরা জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশ আমলে না নিয়ে চাকরিতে আবেদনের সময়সীমা ৩২ বছর করায় ক্ষোভ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, আজকে (বৃহস্পতিবার) চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ করে জারি করা প্রজ্ঞাপন তাঁদের সঙ্গে প্রতারণার শামিল। সরকার যদি নিজেরাই এই সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে কেন তদন্ত কমিটি গঠন করেছিলেন? তাহলে তদন্ত কমিটি কি অযোগ্য ছিল? যদি তাঁরা অযোগ্য হয়ে থাকে তাহলে আপনারা সেটা স্বীকার করুন। আর যোগ্য হয়ে থাকলে তাঁদের সিদ্ধান্ত মেনে নিন। তাঁরা বয়সসীমা ৩৫/৩৭ করার যে প্রস্তাবনা দিয়েছিলেন, সেটা মেনে নিয়ে গেজেট প্রকাশ করুন।

রক্ত চাই না, সুষ্ঠু সমাধান চাই, জানিয়ে আন্দোলনকারীরা বলেন, দাবি মেনে না নিলে ছাত্রসমাজ পুনরায় জেগে উঠবে। রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে ‘৩৫ প্রত্যাশী’ আন্দোলনের এক প্রতিনিধি বলেন, ‘আমরা দীর্ঘ ১২ বছর ধরে ৩৫-এর জন্য আন্দোলন করে আসছি। কিন্তু আপনারা হুট করে ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করলেন।...আপনারা কোন সাহসে বয়সসীমা ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করলেন? আপনাদের বিচক্ষণতা নিয়ে আমরা প্রশ্ন তুলছি। বয়সসীমা ৩৫ করে গেজেট না এলে বাকিটা মাঠে দেখতে পাবেন।’