মিরপুর মাজার রোডে ‘পরিত্যক্ত বাড়ি’র জমি উদ্ধার

রাজধানীর মিরপুরে আজ বৃহস্পতিবার একটি ‘পরিত্যক্ত বাড়ি’র জমি উদ্ধার করে ঢাকা জেলা প্রশাসনছবি: প্রথম আলো

রাজধানীর মিরপুরে একটি ‘পরিত্যক্ত বাড়ি’র জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল জমিটি। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের এক অভিযানে জমিটি উদ্ধার করা হয়।

ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করছেন। তিনি জানান, পরিত্যক্ত ওই বাড়ি তিন কাঠা জমির ওপর নির্মাণ করা হয়েছিল। এই জমির বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

শফিকুল ইসলাম বলেন, মিরপুরের মাজার রোডে অবৈধ দখলে থাকা জায়গাটি বাংলাদেশ সরকারের গেজেটে পরিত্যক্ত বাড়ি হিসেবে তালিকাভুক্ত। আজ বাড়িটি উদ্ধারে অভিযান পরিচালনা করেন মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। এ সময় গণপূর্ত বিভাগের প্রতিনিধি ও দারুস সালাম থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার প্রথম আলোকে বলেন, বাড়িটির জমিতে একসময় নিম্ন আয়ের লোকজন বস্তি বানিয়ে থাকতেন। সম্প্রতি স্থানীয় বাসিন্দা ইমাম উদ্দিন ও তাঁর সহযোগীরা ওই জমি থেকে বাসিন্দাদের সরিয়ে নতুন স্থাপনা তৈরির পরিকল্পনা করছিলেন। জানতে পেরে অভিযান পরিচালনা করে জায়গাটি উদ্ধার করা হয়েছে।

আইন অনুযায়ী, পরিত্যক্ত সম্পত্তি বলতে সেই ব্যক্তির মালিকানাধীন সম্পত্তি বোঝায়, যিনি মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে অনুপস্থিত ও সন্ধানহীন। অন্যভাবে বলা যায়, ১৯৭১ সালের ২৫ মার্চের পর যেকোনো সময়ে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে অথবা সামরিক সংঘাতে লিপ্ত থাকা কোনো নাগরিকের সম্পত্তি।