এপিবিএনে বদলি হওয়া ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশিদ
ছবি: সংগৃহীত

ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে রাজধানীর শাহবাগ থানায় নিয়ে পেটানোর ঘটনায় জড়িত কর্মকর্তা হারুন অর রশিদকে পুলিশ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। গতকাল রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল কুম্ভকার ও সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরীর দেওয়া এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘পুলিশি ক্ষমতা প্রদর্শনের এমন নিষ্ঠুর দৃষ্টান্ত ও দুজন শিক্ষার্থীর ওপর পাশবিক নির্যাতনের নিন্দা জানাই। বিগত কয়েক বছর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদ কর্তৃক বিভিন্ন ছাত্রসংগঠনের অগণিত নেতা-কর্মী, আন্দোলনকারী এবং শিক্ষার্থীদের ওপর স্বেচ্ছাচারী নিপীড়ন ও ক্ষমতা প্রদর্শনের প্রচুর নজির রয়েছে, যার কোনোটিই বিচারের আওতাধীন হয়নি।’
এডিসি হারুন অর রশিদকে পুলিশ বাহিনী থেকে অবিলম্বে স্থায়ীভাবে বহিষ্কার করার দাবি জানানো হয়েছে বিবৃতিতে।

আরও পড়ুন

পিটুনি, ঔদ্ধত্যপূর্ণ আচরণে বারবার আলোচনায় এডিসি হারুন, বদলি ছাত্রলীগ নেতাদের পিটিয়ে

গত শনিবার রাতে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে ধরে নিয়ে রাজধানীর শাহবাগ থানায় নির্মমভাবে মারধর করা হয়। ভুক্তভোগী ছাত্রলীগ নেতাদের অভিযোগ, শাহবাগ থানার ওসির (তদন্ত) কক্ষে এই মারধরে নেতৃত্ব দিয়েছেন এডিসি হারুন অর রশিদ। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে গতকাল দুপুরে তাঁকে রমনা জোন থেকে প্রত্যাহার করা হয়। সন্ধ্যার দিকে তাঁকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়।