এসএসসির ফল পেয়ে ভিকারুননিসায় নেচে–গেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

এসএসসি পরীক্ষার ফলাফল পাওয়ার পর শিক্ষার্থীদের উল্লাস। আজ বৃহস্পতিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজেছবি: তানভীর আহাম্মেদ

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ফল প্রকাশের পর রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে দেখা গেছে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। কাঙ্ক্ষিত ফল পেয়ে সহপাঠীদের সঙ্গে নেচে-গেয়ে আনন্দ ও উদ্‌যাপনে মাতে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার বেলা একটার পর থেকে শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে নিয়ে স্কুল প্রাঙ্গণে জড়ো হতে থাকে। সবার মুখেই ছিল উদ্বেগ আর অপেক্ষা। বেলা দুইটার দিকে মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হলে মুহূর্তে বদলে যায় দৃশ্যপট।

এ সময় ভিকারুননিসার শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দে মেতে ওঠে। কেউ ঢাকঢোল বাজিয়ে, কেউবা চোখের জল ফেলে, কেউ সহপাঠী–বন্ধুকে জড়িয়ে ধরে প্রকাশ করে অনুভূতি। নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।

স্কুলের মাঠের একপাশে বাবার হাত ধরে দাঁড়িয়ে ছিল জান্নাতুল ফেরদৌস। এগিয়ে গিয়ে কথা বলতেই জানাল, এ প্লাস পেয়েছে সে। পাশে দাঁড়ানো বাবা ইমদাদুল হক বলেন, ‘মেয়ে এ প্লাস পেয়েছে। ১০ বছরের সাধনার ফল। মেয়েটার জন্য দোয়া করবেন, যেন উচ্চশিক্ষায় যেতে পারে।’

দারুণ আবেগে বন্ধুকে জড়িয়ে ধরে জীবনের প্রথম বড় সাফল্যের আনন্দ উদযাপন করছে তারা। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আজ বৃহস্পতিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে
ছবি: তানভীর আহাম্মেদ

কাঙ্ক্ষিত ফল পেয়ে যেন ঈদের খুশি পেয়ে বসেছে জান্নাতুল রাইসাকে। সে পেয়েছে গোল্ডেন এ প্লাস। হাসতে হাসতে বলল, ‘ঈদের চেয়েও বেশি খুশি লাগছে। মা–বাবার সাপোর্ট না থাকলে এটা সম্ভব হতো না।’

গোল্ডেন এ প্লাস পাওয়া মেয়ের ফলে আবেগাপ্লুত বাবা মো. মহিউদ্দীন। তিনি বললেন, ‘বাবা হিসেবে খুব গর্বিত লাগছে। মেয়ে অনেক পরিশ্রম করেছে, সফল হয়েছে।’

আরও পড়ুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম প্রথম আলোকে বলেন, নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট ২ হাজার ১১৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৬১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩২৬ জন। পাসের হার ৯৭ শতাংশ।

উল্লেখ্য, ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৭৩ হাজার ৬১৬ জন এবং ছাত্র ৬৫ হাজার ৪১৬ জন। এ বছর গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫।

আরও পড়ুন