গ্যালারি চিত্রকে চলমান প্রদর্শনীতে স্থান পেয়েছে এই চিত্রকর্ম
ছবি: সংগৃহীত

গ্যালারি চিত্রকে চলছে ‘দ্বৈত রথ’ নামে এক যুগলবন্দী প্রদর্শনী। শিল্পী শাহিনা ইসলাম ও মো. মাসুদুল হকের আঁকা ছবি নিয়ে এ প্রদর্শনী শুরু হয়েছে গত শুক্রবার। প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার উল-আলম চৌধুরী।

রাজধানীর ধানমন্ডিতে গ্যালারি চিত্রকে প্রদর্শনীর উদ্বোধন করে রফিকুন নবী বলেন, এ শিল্পী যুগল শিল্পের নিবিষ্ট শ্রমিক। চাকরির ব্যস্ততায় ছবি আঁকার ক্ষেত্রে কিছুটা অনভ্যস্ততা থাকলেও বিষয় বৈচিত্র্য আর শিল্পের প্রতি শ্রম তাঁদের ছবির প্রতি দর্শককে আগ্রহী করে তুলবে।

আনোয়ার উল-আলম চৌধুরীর কথায় উঠে আসে, শিল্পী যুগলের কাজে শিল্পকলার সর্বজনীন চরিত্র  প্রতিষ্ঠিত হওয়ার কথা। তিনি বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে চিত্রকলা ইতিহাসকে ভবিষ্যতে নিয়ে যায়। এ দুই শিল্পী তাঁদের কাজ দিয়ে শিল্পের জগতে তাঁদের স্বাক্ষর রেখে যাবেন।

‘দ্বৈত রথ’ শীর্ষক প্রদর্শনীতে এই চিত্রকর্ম স্থান পেয়েছে
ছবি: সংগৃহীত

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন শিল্পী ফরিদা জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান।

‘দ্বৈত রথ’ প্রদর্শনীতে স্থান পেয়েছে ৫৭টি ছবি। তৈলচিত্র, অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে চারপাশের ছবি এঁকেছেন তাঁরা। অধিকাংশ ছবিতে স্থান পেয়েছে প্রকৃতির নানা বিষয়। আছে মানুষের অবয়ব। শিল্পী শাহিনা ইসলামের তুলিতে উঠে এসেছে অনেক রকম পাখির ছবি। শিল্পী মো. মাসুদুল হকের আঁকা নিরীক্ষাধর্মী।

১৯৮০ সালে চারুকলা বিভাগে সহপাঠী ছিলেন তাঁরা। ৩৯ বছরের যুগল জীবনে ‘দ্বৈত রথ’ তাঁদের প্রথম একক প্রদর্শনী। প্রদর্শনী চলবে ১৭ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকের জন্য উন্মুক্ত থাকবে।