বাড্ডায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ শান্তা মারা গেছেন

ডিআইটি প্রজেক্ট ৪ নম্বর রোডের ২২ নম্বর বাড়ির নিচতলায় হঠাৎ বিস্ফোরণ হয়ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

রাজধানীর মেরুল বাড্ডায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ শান্তা বেগম (২৬) মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গত বৃহস্পতিবার ডিআইটি প্রজেক্ট এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, শান্তা বেগমের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

বিস্ফোরণের দিন সোলায়মান মিয়া (৩৬) নামের এক রেস্তোরাঁকর্মী নিহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, তিতাস লাইনের গ্যাস বা স্যুয়ারেজ লাইনের গ্যাস জমে বিস্ফোরণ হয়ে থাকতে পারে।

ফায়ার সার্ভিস জানায়, বাড়িটি তিনতলা। এর নিচতলায় বিস্ফোরণ হয় ও আগুন ধরে যায়। বিস্ফোরণে নিচতলার দেয়ালে ফাটল ধরে ও কাচের জিনিসপত্র ভেঙে যায়। বিস্ফোরণের কারণে বাড়ির প্রবেশপথের লোহার তৈরি গেট খুলে ভবনের পাশে একটি একতলা রেস্তোরাঁয় পড়ে। লোহার গেটের আঘাতে ঘটনাস্থলেই মারা যান সোলায়মান মিয়া। তিনি ওই রেস্তোরাঁর কর্মী ছিলেন।

বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হন বাড়ির গৃহিণী শান্তা বেগম (৩০)। এরপর তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাঁর স্বামী নাসিরউদ্দিন হাওলাদার মাছ ব্যবসায়ী।