শিল্পী মোস্তাফিজুল হকের চিত্রকর্মের প্রদর্শনী

উদ্বোধনের পর অতিথিদের চিত্রকর্ম দেখাচ্ছেন শিল্পী মোস্তাফিজুল হক
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৪ নম্বরে গ্যালারি চিত্রকে শুরু হয়েছে শিল্পী মোস্তাফিজুল হকের একক চিত্রকর্ম প্রদর্শনী। গতকাল শনিবার শুরু হওয়া ‘ফিরে দেখা’ শিরোনামে এই চিত্রকর্ম প্রদর্শনী চলবে ১৫ দিন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল এ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রশিল্পী অধ্যাপক রফিকুন নবী। প্রদর্শনীটি কিউরেট করেছেন সুমন ওয়াহিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাফিজুল হকের ১৯৭৩ থেকে ২০২২ সাল পর্যন্ত আঁকা বিভিন্ন সময়ের শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীতে শিল্পীর ৫০টির বেশি চিত্রকর্ম স্থান পেয়েছে। আগামী ৬ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।