যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের এক আরোহী।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ডের পেছনে সড়কে এই দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানা-পুলিশ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
নিহত ব্যক্তির নাম জসিম উদ্দীন সরকার (৫২)। মোটরসাইকেলের আহত আরোহীর নাম সাথী আক্তার (৩৩)। তাঁরা দূরসম্পর্কের আত্মীয় ও প্রতিবেশী।
পারিবারিক সূত্রে জানা যায়, জসিম পেশায় ব্যবসায়ী ছিলেন। তিনি রাজধানীর মাতুয়াইলের মুসলিম নগর এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম আলী আকবর। জসিমের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে আছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক বলেন, যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে জসিম ও সাথী ছিটকে পড়েন। জসিম ঘটনাস্থলেই নিহত হন। সাথীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন।
সাথীর বড় বোন সাবিনা আক্তার বলেন, সাথী তাঁর পাঁচ মাস বয়সী মেয়েকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। এ জন্য তিনি পাসপোর্ট করতে দূরসম্পর্কের ভগ্নিপতি ও প্রতিবেশী জসিমের সঙ্গে মোটরসাইকেলে করে বেরিয়ে ছিলেন। রওনা দেওয়ার কিছুক্ষণ পরই তাঁরা দুর্ঘটনার খবর পান।
পুলিশ জানায়, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে জসিমের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।